
রাবি প্রতিনিধি : শীতের হিমেল ভোরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ চত্বরে ছড়িয়ে পড়ে পিঠা-পুলির উষ্ণ গন্ধ। ‘হিম হিম শীতের বাতাস উষ্ণতায় ছড়ায় পিঠা পুলির সুবাস’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১৬ নভেম্বর) প্রাণবন্ত নবান্ন ও ‘পিঠা উৎসব ১৪৩২’এর আয়োজন করে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন সমিতি। দিনের শুরুতে সকাল ৯টায় ধান কেটে উৎসবের উদ্বোধন করা হয়। নতুন ধান ঘরে তোলার পর নবান্ন উদযাপনের যে চিরায়ত গ্রামীণ ঐতিহ্য, তারই দৃষ্টিনন্দন রূপ ফুটে ওঠে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ চত্বরে। এরপরই শুরু হয় পিঠার রঙিন আয়োজন, যেখানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের অসংখ্য মানুষের সমাগম ঘটে। প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে পিঠা খাওয়া, নাচ-গান, আনন্দ-উল্লাসে অনুষদ প্রাঙ্গণ সরগরম হয়ে ওঠে। অনুষদের সামনে থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।...
Developed by BDITHOST