স্টাফ রিপোর্টার : আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন রাবি শাখা ছাত্রদল। শনিবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে রাকসু’র কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু করে সংগঠনটি। সকাল ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল নেতাকর্মীরা।
এসময় তাঁরা ‘জিয়ার সৈনিক, এক হও লড়াই করো’, ‘প্রথমবর্ষের ভোটাধিকার, ছাত্রদলের অঙ্গিকার’, ‘আমার ভাইকে বাদ দিয়ে, রাকসুতে যাবো না’, ‘রাকসু আমার অধিকার, তুমি কে বাদ দেওয়ার’, ‘ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘প্রথম বর্ষের ভোটাধিকার, দিতে হবে দিতে হবে’, ‘রাকসু ফি দিয়েছি, ভোটার হতে চেয়েছি’, ‘ডাকসু-রাকসু নির্বাচনে, প্রথমবর্ষ ভোট দিবে’, ‘প্রথমবর্ষের ভোটাধিকার, ফকির কে কেড়ে নেওয়ার’, ‘প্রথম বর্ষের ভোটাধিকার, নকিব কে কেড়ে নেওয়ার’সহ বিভিন্ন স্লোগান দেন।
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রথমবর্ষের শিক্ষার্থীদের ভোট হতে দূরে রাখার চেষ্টা করছে। কারণ তাঁরা সবাই বাংলাদেশপন্থী একটি রাজনৈতিক সংগঠনের ভোটার- এই আশঙ্কা থেকে হয়তোবা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা করছে।
আগস্ট মাসের ৩ তারিখে প্রথমবর্ষের ক্লাস শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু এটা বিলম্বিত করে ১৭ আগস্ট করা হয়েছিল। এখন পর্যন্ত প্রথম বর্ষের শিক্ষার্থীদের হল অ্যাটাচমেন্টের কার্যক্রম ধীরগতিতে করা হচ্ছে। এ থেকে এটা স্পষ্ট হয়, প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার না দেওয়ার মাধ্যমে গণঅভ্যুত্থানের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্রের ওপর প্রথম আঘাত করা হলো।
এসময় ছাত্রদলের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ও রাবি শাখার সদস্য অধ্যাপক এ. নাঈম ফারুকি, সহ- প্রচার সম্পাদক অধ্যাপক আতাউর রহমান, রাবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বাবু, সিনিয়র সহ-সভাপতি খালেকুজ্জামান মিজান, সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন অংশগ্রহণ করেন।
এসময় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম, সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ, জান্নাতুল নাঈম তুহিনা, আহসান হাবিব, যুগ্ন-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, এম তাহের রহমান, জাহিন বিশ্বাস এষাসহ বিভিন্ন পর্যায়ের অর্ধ-শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এবিষয়ে রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, যখন রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল, তখন বর্তমানে প্রথম বর্ষে থাকা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না। এখন আর তাদের ভোটার করার সুযোগ নাই। তাঁরা আগামী নির্বাচনে ভোটাধিকার পাবেন।