
সংবাদ বিজ্ঞপ্তি: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-তে (এনবিআইইউ) স্প্রিং-২০২৩ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং মেধাবী শিক্ষার্থীদের মেধা পুরস্কার-২০২২ (স্প্রিং ব্যাচসমূহ) প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১০টায় রাজশাহী মহানগরীর চৌদ্দপাইস্থ ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নারীনেত্রী ও সংগঠক অধ্যাপিকা রাশেদা খালেক তরুণ শিক্ষার্থীদের সুবাসিত ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। তিনি শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি সংস্কৃতি চর্চার ভেতর মানবিক মূল্যবোধে মানুষ হয়ে উঠার পরামর্শ দেন। অনুষ্ঠানের প্রধান আলোচক এনবিআইইউর উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, কলামিস্ট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক নবীন শিক্ষার্থীদের দিক-নির্দেশনামূলক বক্তব্যে বলেনÑএই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের আধুনিক ও যুগোপযোগি শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শিক্ষার্থীদেরকেও কর্মমুখি ও আধুনিক হয়ে গড়ে উঠার প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির...
Developed by BDITHOST