
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সকল সুবিধা পাওয়া যাবে ‘মাইগভ’ প্লাটফর্মে। নাগরিক সুবিধা যোগ করে আবারও যাত্রা শুরু করেছে। বুধবার (৩০ আগস্ট) সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই নাগরিক সুবিধার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি থেকে নাগরিক এই সুবিধার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। তিনি বলেন, নাগরিক এই সুবিধাগুলো ঘরে বসেই অনলাইনের মধ্যে দিয়ে করে নিতে পারবেন। যদিও কোনো বয়োজ্যৈষ্ঠ মানুষ এই সেবা নিতে চান তাহলে ইউনিয়ন পরিষদ ভবন থেকে সুবিধা নেওয়া যাবে। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের বিভিন্ন সুবিধা পাওয়া যাবে। রাজশাহী জেলা প্রশাসনের ৪৩টি নাগরিক সেবার মধ্যে ১০ সেবা উন্মুক্ত করা হয়েছে। বাকি সেবাগুলো পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে। ১০টি সেবার মধ্যে আছেÑ ক্ষুদ্র নৃগোষ্ঠির সনদ প্রাপ্তির আবেদন, বীর মুক্তিযোদ্ধাদের সন্তান,...
Developed by BDITHOST