বিনোদন ডেস্ক : ‘কাঁচা বাদাম’ খ্যাত অঞ্জলি অরোরা। ছোট্ট রিল বানিয়েই জনপ্রিয়তা পেয়েছিলেন যিনি। মাঝেমধ্যেই ভিডিও ছেড়ে অন্তর্জালে শোরগোল ফেলে দেন। এবারও ফেললেন। তবে সেটা সমালোচনায় রূপ নিল। তীব্র কটাক্ষ জড়ো হলো মন্তব্যের ঘরে। ভিডিওতে দেখা যায়, লাল ঘেরওয়ালা ছোট্ট পোশাক পরে সিঁড়ির ধাপে নেচে চলেছেন তিনি। নাচের তালে তালে উঠে যাচ্ছে পোশাকের ঝালর। মাঝে তার পোষ্য পেছন দিয়ে চলে যায়। অঞ্জলির পোশাকের ঝুল নিতম্ব ছাড়াতেও অক্ষম। তাতেই হাওয়া লেগে অপ্রস্তুত মুহূর্ত তৈরি হয়েছে সেই ভিডিওতে। অনাবৃত হয়ে পড়েছে অঞ্জলির নিম্নাঙ্গ। তবুও নেচে চলেছেন তিনি। ভিডিও দেখে নেটিজেনদের বিভিন্ন মন্তব্য ভেসে এলো। এমনভাবে নাচার জন্য ‘নির্লজ্জ’ আখ্যা দিলেন কেউ কেউ। প্রকাশ অযোগ্য মন্তব্যও ছিল ভুরিভুরি। কেউ বলছেন, ‘কাজ পান না, তাই এভাবেই দৃষ্টি আকর্ষণ করছেন!’ এবারই প্রথম নয়। এর আগেও...
Developed by BDITHOST