নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: নাচোল উপজেলা ৪নং নেজামপুর ইউনিয়ন লক্ষ্মীপুর গ্রামে আসন্ন ১৩ তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের সম্ভাব্য ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম এর নির্দেশনা নেজামপুর ইউনিয়ন ৫ নং ওয়ার্ডের গোসাই পুর এস,আলম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট সেন্টারের নির্বাচন কমিটির সম্পন্ন করা হয়।
প্রায় ৬(ছয়)শত বিএনপির নেতাকর্মীর উপস্থিতিতে, নেজামপুর ৪নং ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ইয়াসিন আলীর সভাপতিত্বে ও নাচোল নেজামপুর পুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো বুলবুল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মো: মোসাদ্দেকুর রহমান, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষক দলের সদস্য সচিব ও নাচোল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো দুরুল হোদা, প্রধান অতিথির বক্তব্যে দুরুল হোদা বলেন বাংলাদেশ জাতীয়তা বাদী দল (বিএনপি) শহীদ জিয়াউর রহমানের আদর্শের দল,এই দল অনেক বৃহ দল। দলের সকল নেতা কর্মীকে ঐক্য হয়ে আসন্ন আগামী ১৩ তম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক কে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান, তিনি আরও বলেন গত ১৭ বছরের যে স্বৈরাচার সরকার কে বিতরণ করা হয়েছে, তার মাস্টার মাইন্ড ছিলেন বাংলাদেশের ভবিষ্যতের রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান তিনি খুব শীঘ্রই বাংলাদেশ আসবেন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল নেজামপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো তোসলিম উদ্দিন , বিএনপি নেতা এমদাদুল হক,বিএনপি নেতা এনামুল, বিএনপি নেতা মজিদ মাস্টার নাচোল উপজেলা যুবদলের সভাপতি আশিক মাহমুদ,নাচোল উপজেলা যুবদলের সহ সভাপতি মো নাসিরুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো:নাসিম সাবেক ছাত্র নেতা খায়রুল ইসলাম, মজিদুল, সহ বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সবার সম্মতিক্রমে ১৭১ সদস্য বিশিষ্ট নির্বাচনী কমিটি গঠন করা হয়।