নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১২:৩৮। ২ অক্টোবর, ২০২৫।

নাটোরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ

অক্টোবর ১, ২০২৫ ১১:২৩
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় স্বাভাবিক প্রসবের মাধ্যমে রেশমা বেগম (২৩) নামের এক গৃহবধূ একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে। তবে জন্মের কয়েক ঘণ্টা পর এক ছেলে ও এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে দুই ছেলে ও এক মেয়ে সুস্থ আছেন।

আরও পড়ুনঃ  ৩ জনের মনোনয়ন বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে যাচ্ছেন বুলবুল-ফাহিম

গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এই পাঁচ শিশুর জন্ম হয়।

লালপুর উপজেলার সাইপাড়া (পশ্চিমপাড়া) গ্রামের দিনমজুর আসিব হোসেন সবুজের স্ত্রী রেশমা বেগম এই সন্তানের জন্ম দেন।

পরিবার সূত্রে জানা গেছে, রেশমা বেগম প্রসব বেদনা অনুভব করলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকদের তত্ত্বাবধানে কোনো সিজারিয়ান অপারেশন ছাড়াই স্বাভাবিকভাবে একসঙ্গে পাঁচটি সন্তান জন্মগ্রহণ করে। জন্মের পরপরই নবজাতকদের শারীরিক অবস্থা অবনতি হলে তাদের আইসিইউতে নেওয়া হয়। রাত ১১টার দিকে এক ছেলে ও এক মেয়ে মারা যায়। বর্তমানে মা ও বাকি তিন শিশু সুস্থ আছেন।

আরও পড়ুনঃ  ফিলিপাইনে মৌসুমি ঝড় বুয়ালোই’র আঘাতে নিহত ২৬, নিখোঁজ ১৪

আজ সকালেই লালপুরের সাইপাড়া গ্রামে জানাজা শেষে মৃত দুই নবজাতকের দাফন সম্পন্ন হয়েছে।

শিশুদের বাবা আসিব হোসেন সবুজ বলেন, ‘মঙ্গলবার রাতে আমার স্ত্রী একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেন। এর মধ্যে দুইজন মারা গেছে। আমি বাকি তিন সন্তানের সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।