
স্টাফ রিপোর্টার : রবিবার (১৬ নভেম্বর) নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, আমাদের দেশের অধিকাংশ মানুষ তরুণ। তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হবে। তরুণরা উদ্যোক্তা হওয়ার মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে তরুণদের সাথে নিয়ে প্রতিটি দপ্তরকে কাজ করতে হবে। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে তরুণ সমাজ বড় ভূমিকা রাখতে পারে। তরুণদের মাধ্যমেই দেশ বদলাবে এটাই আমরা প্রত্যাশা করি। অতিরিক্ত জেলা প্রশাসক আসমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা তথ্য অফিসার রেজওয়ান মোরশেদ। অন্যান্যের মধ্যে নাটোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম...
Developed by BDITHOST