স্টাফ রিপোর্টার : নাটোরের সুগার মিলে সংঘবদ্ধ ডাকাতিতে ৯০ লাখ টাকার যন্ত্রাংশ লুট মামলার অন্যতম প্রধান আসামি নাজমুল হুদাকে (৩২) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
শুক্রবার (২২ আগস্ট) র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতার নাজমুল হুদা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিনোটিয়া গ্রামের মোকদম আলীর ছেলে।
র্যাব জানায়, গত ৩ আগস্ট মধ্যরাত থেকে ভোর পর্যন্ত একদল সংঘবদ্ধ ডাকাত নাটোর সুগার মিলের নিরাপত্তা প্রহরীদের বেঁধে রেখে প্রায় ৯০ লাখ টাকার যন্ত্রাংশ লুট করে। এ ঘটনায় মিল কর্তৃপক্ষ নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলার সূত্র ধরে তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ঢাকার সাভার এলাকায় অভিযান চালিয়ে র্যাব-৪ ও র্যাব-৫ এর সদস্যরা যৌথভাবে নাজমুলকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল ডাকাতির সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে বলে র্যাব জানিয়েছে। পরে তাকে মামলার তদন্তকারী সংস্থা সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।