নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় নানার বাড়িতে বেড়াতে এসে আত্রাই নদীতে গোসলে নেমে কৌশিক কুমার সাহা (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
মৃত কৌশিক কুমার সাহা রাজশাহী কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র এবং রাজশাহী নগরীর শাহমখদুম থানা এলাকার স্বপন কুমার সাহার ছেলে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সিংড়া পৌর এলাকার গোডাউন ঘাটে মামাতো ভাইদের সঙ্গে আত্রাই নদীতে গোসল করতে নামেন কৌশিক। সাঁতার না জানায় পানির স্রোতে ডুবে যান তিনি। স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের রাজশাহীর একটি ডুবুরি দল ৩ ঘণ্টা তল্লাশি চালিয়ে বিকেলে কৌশিক কুমার সাহার মৃতদেহ উদ্ধার করে।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।