স্টাফ রিপোর্টার : পুলিশ পরিদর্শক (সশস্ত্র) নাজমুল হুদার বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) মোহাম্মদ আমজাদ হোসাইন, পিপিএম পুলিশ সুপার, নাটোর এর সভাপতিত্বে মোঃ নাজমুল হুদা, পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে বদলিজনিত বিদায় সংবর্ধনা পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্সে রুমে অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার, নাটোর তার বক্তব্যে বদলিজনিত কর্মকর্তাকে নতুন কর্মস্থলের সাফল্য কামনা করেন এবং বিদায়ী কর্মকর্তাকে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
এ সময় নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) একরামুল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমিন নেলী, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) জনাব শোভন চন্দ্র হোড়, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার রুহুল আমিন লাবুসহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।