নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ১১:০৩। ১ অক্টোবর, ২০২৫।

নাটোরে পূজামণ্ডপের সামনে মাতলামি, দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেফতার

অক্টোবর ১, ২০২৫ ৯:২৮
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় পূজা মণ্ডপের সামনে মাতলামি করার সময় দেশীয় অস্ত্রসহ রাজু ওরফে বায়জিদ বোস্তামি ওরফে শাহাজালাল (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সিংড়া পৌরসভার মাদারীপুর সার্বজনীন দুর্গা মন্দির এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ভোলায় সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর

মন্দির কমিটির সভাপতি উৎপল সরকার জানান, রাত ১০টার দিকে সুজন নামের এক দর্শনার্থীর সঙ্গে ওই যুবক মণ্ডপে প্রবেশ করেন। নিষেধ থাকা সত্ত্বেও তারা সেখানে নেশাগ্রস্ত অবস্থায় নাচতে শুরু করলে কর্তৃপক্ষ তাদের বাধা দেয়।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে ২৪৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

এসময় সুজনকে থামানো হলে রাজু ক্ষিপ্ত হয়ে বেরিয়ে যান এবং কিছুক্ষণ পর দেশীয় অস্ত্র হাতে নিয়ে মন্দির এলাকায় ফিরে আসেন। পরে পুলিশ তাকে প্রবেশমুখ থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় পূজার অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই চলমান রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  গাজার জন্য ত্রাণবাহী জাহাজবহরকে আটকাতে ব্যর্থ হলো ইসরায়েল

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, গ্রেফতার হওয়া যুবক মন্দিরের সামনে মাতলামি করছিল। সন্দেহজনক আচরণ লক্ষ্য করলে পুলিশ তাকে তল্লাশি করে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।