নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ৪:২৮। ১৬ অক্টোবর, ২০২৫।

নাটোরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

অক্টোবর ৬, ২০২৫ ৩:৩৬
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরের বনপাড়ায় বাস–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  চারঘাটের পুঠিমারী বাজার ব্যবসায়ী কমিটি গঠন

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুমন চন্দ্র বলেন, দুপুর দেড়টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় ঢাকা থেকে আগত পাবনাগামী একতা পরিবহনের একটি বাস ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হয় আরও দুইজন। পরে পুলিশ এবং স্থানীয়রা আহতদের বনপাড়ার একটি ক্লিনিকে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ  ‘সব দোষ রিপন মিয়ার’

তিনি বলেন, এ ঘটনায় কদিমচিলান এলাকা থেকে বাসটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ। নিহতদের পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।