নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। সকাল ১১:৫৯। ২৭ জুলাই, ২০২৫।


Girl in a jacket

নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ২

অক্টোবর ১৯, ২০২৪ ৭:১১
Link Copied!

নাটোর প্রতিনিধি : নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড়ে যাত্রীবাহী বাস ও মাছবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন—ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের রিপ্রেজেনটেটিভ শফিকুল ইসলাম এবং পুঠিয়া উপজেলার পরিতোষ কুমারের ছেলে উৎসব দত্ত।

শুক্রবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  সংরক্ষণাগার খালি, পেঁয়াজ পচছে কৃষকের ঘরে

বনপাড়া হাইওয়ে থানা-পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে রাজশাহী অভিমুখে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি মাছবাহী ট্রাক বাসটিকে অতিক্রম করার সময় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এতে আহত হয় আরও দুইজন। পরে খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে আহত দুই জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে আটজন নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

বনপাড়া হাইওয়ে থানা-পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, বাস-ট্রাকের সংঘর্ষে এখন পর্যন্ত দুজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো উদ্ধার কাজ পরিচালনা করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।