
নাটোর প্রতিনিধি: নাটোরে জেলা যুবলীগের সভাপতি বাশিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বাড়ি থেকে একটি অবৈধ ভারতীয় পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। এদিকে সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এবং সংসদ সদস্য (নাটোর-২) শফিকুল ইসলাম শিমুল। তাঁদের নামে থাকা লাইসেন্স করা চারটি আগ্নেয়াস্ত্র নির্ধারিত সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র জমা না দেওয়ায় মামলা হচ্ছে। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) ভোরে শহরের কানাইখালী এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ওই যুবলীগ নেতার বাড়ি থেকে অস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়। নাটোর সদর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শফিকুল ইসলাম নিশ্চিত করে বলেন, নাটোরে বিভিন্ন এলাকায় যৌথবাহিনী অভিযান কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার ভোরে শহরের কানাইখালী এলাকায় অবস্থিত জেলা যুবলীগের সভাপতি এহিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে যৌথবাহিনী। এসময় বাড়ির এক রুম থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি উদ্ধার...
Developed by BDITHOST