
নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড এবং আরেকজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড পাওয়া আসামি হলেন লালপুর উপজেলার পোকন্দা গ্রামের মো. সুমন (২৬) ও আমৃত্যু কারাদণ্ড পাওয়া সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধানকুন্টি গ্রামের রফিকুল ইসলাম (৪৩)। আদালত দুজনকেই ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন। এই টাকা ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এসব তথ্য নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি আনিছুর রহমান। মামলা থেকে জানা গেছে, ২০১৬ সালের ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে ১০ম শ্রেণির এক ছাত্রী বাড়িতে বসে পড়ালেখা করছিলেন। এ সময় মো. সুমন একটি মাইক্রোবাস নিয়ে বাড়ির সামনে আসেন। এরপর সুমন ও তাঁর সঙ্গে থাকা লোকজন বাড়িতে ঢুকে জোর...
Developed by BDITHOST