
নাটোর প্রতিনিধি : নাটোরে অভ্যান্তরিন কোন্দলের জেরে আলামিন ও হাবিবকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ জীবন ও তার সহযোগিরা। মঙ্গলবার (১৮জুলাই) দিবাগত রাত ১০টা দিকে শহরতলীর হেমাঙ্গিনি ব্রিজের উপর এঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে দুনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকেরা। আহত আলামিন(২০) পশ্চিম কান্দিভিটুয়া এলাকার বাবলু মিয়ার ছেলে ও হাবিব(২০) হাসেম আলীর ছেলে। আর মোমিন (২২) ও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এ বিষয়টি নিশ্চত করেছেন, নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহমেদ । পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে পূর্ব বিরোধের জেরে হাসপাতাল এলাকায় জীবন গ্রুপের সাথে আল আমিন গ্রুপের মধ্য সংঘর্ষ হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে জীবন গ্রুপের মোমিন, আল আমিন, হসান ও হাবিবসহ ৪ জন আহত...
Developed by BDITHOST