
লালপুর প্রতিনিধি : বিদ্যালয়ে যাওয়া মানেই বই, খাতা, কলম ও একগাদা বইয়ের ঝুলি। আর শ্রেণিকক্ষ বলতেই সাজানো চেয়ার-টেবিল-বেঞ্চ, চক-ডাস্টার-ব্ল্যাকবোর্ডের ছবি ভেসে ওঠে। এই ধারণাকে বদলে দিতে নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে করিমপুর সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নির্মিত হয়েছে জেলার প্রথম স্মার্ট শ্রেণিকক্ষ ‘লুব্ধক’। আজ মঙ্গলবার সরেজমিন বিদ্যালয়ের লুব্ধক নামে ওই শ্রেণিকক্ষে গিয়ে দেখা যায়, আধুনিক কম্পিউটার, প্রজেক্টর, ড্রোন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ রোবট, স্মার্ট মনিটর, উচ্চগতির ইন্টারনেট কানেকটিভিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত অন্যান্য ডিভাইস স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করেই হাতে-কলমে অল্প সময়ের মধ্যেই অত্যাধুনিক প্রযুক্তিগত প্রাথমিক জ্ঞান ও মানসম্মত শিক্ষা লাভ করতে পারছে। উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে আনন্দের সঙ্গে তারা ক্লাস উপভোগ করছে। বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া খাতুন বর্ষা জানায়, আধুনিক প্রযুক্তির শ্রেণিকক্ষ তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াচ্ছে। উদ্যোগটি অত্যন্ত ইতিবাচক।...
Developed by BDITHOST