বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নতুন পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে পরিচালক মনোনয়নে ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সদর দপ্তরে স্থানীয় সুশীল ও সচেতন নাগরিক সমাজের ২১ প্রতিনিধি উপস্থিত হয়ে এই অনিয়মের প্রতিবাদ করেন। বৃহস্পতিবার দুপুরে সুশীল ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ আনুষ্ঠানিকভাবে সমিতির জেনারেল ম্যানেজার বিপ্লব কুমার সরকারের সাথে দেখা করেন। তারা অনিয়মের মধ্য দিয়ে মনোনীত করা পরিচালকদের নাম বাতিল ঘোষণাসহ সঠিক নিয়ম অনুসরণপূর্বক স্বচ্ছ ও নিরপেক্ষ মনোনয়ন নিশ্চিত করতে গ্রহণযোগ্য পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান। অন্যথায় এ অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে সমন্বিত নাগরিক আন্দোলন গড়ে তোলাসহ ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে আদালতের শরণাপন্ন হবেন বলে উল্লেখ করেন। সুশীল ও নাগরিক সমাজের অন্যতম প্রতিনিধি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার উর্ধতন কর্মকর্তা...
Developed by BDITHOST