
স্টাফ রিপোর্টার: তিন বছর আগে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ছিলেন পুলিশ পরিদর্শক আবদুল বারী। সে সময় সেবাপ্রার্থীদের গালাগালি, অহেতুক মারধরসহ নানা অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অভিযোগ পড়েছিল পুলিশ সুপারের (এসপি) কাছেও। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়। তিন বছর পর সেই বারীই আবার ফিরেছেন প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রে। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছেন এলাকার সাধারণ মানুষ। সম্প্রতি রাজশাহীর এসপি এবিএম মাসুদ হোসেন এক আদেশে আবদুল বারীকে প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হিসেবে বদলি করেন। এর আগে তিনি পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। বদলির আদেশের পর রোববার সকালে আবদুল বারী প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়েছেন। তিন বছর আগে যারা বারীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, তারা এখন উদ্বিগ্ন হয়ে উঠেছেন। প্রেমতলী বাজারে ২০২০...
Developed by BDITHOST