
পাবনা প্রতিনিধি : রোববার রাত ৮টার দিকে পাবনার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গী গ্রামে চাঞ্চল্যকর এক জীবনহানির ঘটনা ঘটেছে। নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলে মোস্তফা প্রামানিকের বিরুদ্ধে। নিহতের নাম নিজাম প্রামানিক (৬০)। খবর পেয়ে পুলিশ গিয়ে মোস্তফাকে আটকের সময় ছুরিকাঘাতে তিন এসআই আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে জানা গেছে, দিনভর দুধ বিক্রি করে বাড়িতে ফিরেছিলেন নিজাম প্রামানিক। খাওয়া-দাওয়া শেষে তিনি এশার নামাজে দাঁড়ান। তখন সুযোগ নিয়ে ঘরের দরজা আটকে ছেলে মোস্তফা হাজির হয়ে হাঁসুয়া দিয়ে তার বাবাকে আঘাত করে এবং প্রাণনাশ নিশ্চিত করে বাড়ি থেকে বের হন। পরে সে পাশের কক্ষে তালা লাগিয়ে বসে ছিলেন। ঘরের লোক পরে গিয়ে দেখেন নিজামের মরদেহ পড়ে আছে এবং তখনই এলাকাবাসী ও স্বজনরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ...
Developed by BDITHOST