নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ৩:৩১। ৭ জুলাই, ২০২৫।

নারায়ণগঞ্জে গণঅভ্যুত্থানে শহিদ রিয়া গোপ ও সুমাইয়ার বাসায় উপদেষ্টা শারমীন এস মুরশিদ

জুলাই ৬, ২০২৫ ১১:১৪
Link Copied!

স্টাফ রিপোর্টার : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। তিনি বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ রাষ্ট্র কোন দিন ভুলবে না।
তিনি আজ সকালে নারায়গঞ্জ শহরের নয়ামাটি এলাকায় জুলাই অভ্যুত্থানে নিহত শিশু রিয়া গোপের পরিবারের সাথে সাক্ষাৎ শেষে এ কথা জানান। এ সময় নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সচিব শামীমা ফেরদৌস, নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জুলাই কন্যারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন,

সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করতে ও তাদের স্মরণীয় করে রাখতে সরকার নানা উদ্যোগ নিচ্ছে। উপদেষ্টা বলেন, সরকার পুরো জুলাই মাস জুড়ে গণঅভ্যুত্থানে শহিদদের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের খোঁজ খবর নেয়ার কর্মসূচি পালন করছে। এর মাধ্যমে শহিদদের পরিবারকে আশ্বস্ত করা হচ্ছে, রাষ্ট্র তাদের পাশে রয়েছে। জুলাই আন্দোলনকারিদের আত্মত্যাগে তাদের পরিবারগুলোর যে অপূরণীয় ক্ষতি হয়েছে রাষ্ট্র সার্বিকভাবে তাদের সহযোগিতা করবে এবং জাতিও তাদের শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে।
তিনি বলেন, দেশ ও জাতি যাতে শহিদদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করতে পারে সেই লক্ষ্যে সরকার ইতিমধ্যে নানা উদ্যোগ নিয়েছে। পাশাপাশি দেশের নারী ও শিশুরা যাতে নিরাপদ বাংলাদেশে বসবাস করতে পারে সেইলক্ষ্যে সমাজকে পুনর্গঠন করার পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা শারমিন মুরশিদ।

আরও পড়ুনঃ  টানা ৩ দিনের ছুটি, পাবেন না যারা

পরে উপদেষ্টা শারমীন মুরশিদ সিদ্ধিরগঞ্জে নিহত নারী সুমাইয়ার বাসায় গিয়ে পরিবারের সাথে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।