
২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে অংশগ্রহণকারী বাংলাদেশের সাহসী নারী শিক্ষার্থীদের সম্প্রতি পুরস্কৃত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। মর্যাদাপূর্ণ ও সম্মানজনক ম্যাডেলিন অলব্রাইট অনারারি গ্রুপ অ্যাওয়ার্ড পেয়েছেন সাহসী এই নারীরা। বাংলাদেশের নারীদের এ আন্দোলনের সূচনা ছিল চাকরিতে কোটা নামক বৈষম্যের বিরুদ্ধে যা পরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রূপ নেয়। মার্কিন পুরস্কারের মাধ্যমে নিজ দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আন্দোলনে ভূমিকা রাখা সাহসী নারীদের প্রকৃতভাবেই স্বীকৃতি দেওয়া হয়েছে, যা সহজেই অনুমেয়। কেবল বৈষম্যবিরোধী আন্দোলনেই নয়, জাতীয় জীবনের সকল আন্দোলন-সংগ্রামে দেশের নারীদের অংশগ্রহণ ও অসামান্য অবদান রয়েছে। মহান মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকা অস্বীকার করার সুযোগ নেই। গুরুত্বপূর্ণ অবদান ও সাহসিকতার জন্য নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্যাপ্টেন সিতারা বেগম, তারামন বিবি ও কাঁকন বিবি ‘বীর প্রতীক’ খেতাব পেয়েছেন। বাংলাদেশের নারীদের সঠিকভাবে সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে তাঁরাও দেশ...
Developed by BDITHOST