
চারঘাট প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত সহকারী সার্জন ডা: আতিকুল হককে নারীর স্পর্শকাতর স্থানে হাত দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে প্রেরণ করেছে রাজশাহীর একটি আদালত। গত বৃহস্পতিবার ওই মামলায় আত্মসমর্পন করে জামিনের জন্য হজির হলে আদালত জামিন নামঞ্জুর করে ডা: আতিককে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ ঘটনায় চিকিৎসকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। চিকিৎসকদের দাবি এ ভাবে চিকিৎসক হয়রানীর শিকার হলে চিকিৎসা দিতে অনিহা তৈরী হবে চিকিৎসকদের মাঝে। ডা: আতিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা, বিভ্রান্তি ও ষড়যন্ত্র মুলক মামলা প্রত্যাহারসহ তার মুক্তির দাবি জানিয়েছে ৪২তম বিসিএস ক্যাডার পরিবার নামের একটি সংগঠন। এ ছাড়াও চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন হাসপাতালে কর্মরত চিকিতৎসকসহ কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত...
Developed by BDITHOST