স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার হরগ্রাম ইউনিয়নে গণসংযোগ ও পথসভা করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন। শুক্রবার সকালে গোবিন্দপুর গ্রাম থেকে দিনের কর্মসূচি শুরু করে বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন এবং সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন।
পথসভায় অ্যাডভোকেট মিলন বলেন, অতীতে যারা নারীর প্রতি অবমাননাকর ভূমিকা রেখেছিল, তারাই এখন নারীর সম্মান রক্ষার কথা বলছে এমন অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপি নারী-পুরুষ সমান অংশগ্রহণে বিশ্বাস করে। তার দাবি, এবারের নির্বাচনে বিএনপি থেকে বহু নারী প্রার্থী অংশ নিচ্ছেন, কিন্তু জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কোনো নারী প্রার্থী নেই।
তিনি আরও বলেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা বাস্তবায়ন করে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া প্রতিশ্রুতিও বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
ভোটারদের উদ্দেশে মিলন বলেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে এবং উন্নয়ন হয়। তার দাবি, পবা-মোহনপুর এলাকার অধিকাংশ সড়ক বিএনপির আমলে নির্মিত হয়েছে। বর্তমান সরকার বড় বড় প্রকল্পের নামে অর্থ অপচয় করেছে বলেও অভিযোগ করেন তিনি।
নির্বাচিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কৃষি উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান বিএনপির এই প্রার্থী। নারীর ক্ষমতায়ন ও বেকারত্ব দূর করতে প্রশিক্ষণ কর্মসূচি চালুর পরিকল্পনার কথাও বলেন তিনি। পাশাপাশি নারীদের হাতে “ফ্যামিলি কার্ড” এবং কৃষকদের হাতে “কৃষি কার্ড” দেওয়ার অঙ্গীকার করেন। ক্রীড়া উন্নয়নে মাঠ বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে খেলাধুলা বাধ্যতামূলক করার কথাও উল্লেখ করেন তিনি।
হরগ্রাম ইউনিয়নের স্থানীয় সরকার প্রতিনিধি নিয়েও সমালোচনা করেন মিলন। তার অভিযোগ, দীর্ঘদিন চেয়ারম্যান থাকলেও এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি এবং অনেক সড়ক এখনও কাঁচা রয়ে গেছে।
বক্তব্যে তিনি আরও বলেন, এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে এবং “ষড়যন্ত্রকারীরা” এই জোয়ারে ভেসে যাবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
গণসংযোগকালে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। অনেকেই তার সঙ্গে সাক্ষাৎ করেন ও শুভেচ্ছা বিনিময় করেন। উপস্থিত স্থানীয়দের কেউ কেউ বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আশ্বাস দেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, হরগ্রাম বিএনপির আহ্বায়ক নাজিম উদ্দিন, সদস্য সচিব শাহিন রেজা সান্নান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দের জামানি সুমন, পবা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, নারী নেত্রী মৌসুমী নাসরিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
