
অনলাইন ডেস্ক : বাংলাদেশের নারী ক্রিকেট নিয়ে গত দিন দশেক ধরে সমালোচনার ঝড় চলমান। মূলত সম্প্রতি জাহানারা আলমের করা যৌন অভিযোগের পর তোলপাড় দেশের ক্রিকেটাঙ্গন। একইসঙ্গে নারী ক্রিকেট নিয়ে সম্প্রতি উঠে আসা বিভিন্ন অভিযোগের মধ্যে একটি ছিল– অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে অনিয়ম। যার স্বপক্ষে প্রমাণ মেলেনি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সেখানে তারা কোনো অনিয়ম পায়নি। গত ১৭ সেপ্টেম্বর অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে অনিয়ম নিয়ে অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য বিসিবিকে চিঠি দিয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ওই সময়ে চিঠি পেলেও বিসিবি সংশ্লিষ্ট প্রতিটি বিভাগ নির্বাচনী কার্যক্রমে ব্যস্ত ছিল। প্রসঙ্গত, গত ৬ অক্টোবর নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির নতুন কমিটি। এরপর গতকাল বিবৃতিতে বিসিবি জানিয়েছে, চিঠিটি পেলেও বোর্ডের সর্বশেষ নির্বাচনপূর্ব...
Developed by BDITHOST