
স্টাফ রিপোর্টার : বিভিন্ন পর্যায়ে অনানুষ্ঠানিক নারী নেটওয়ার্ক শক্তিশালীকরণের লক্ষ্যে রাজশাহীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর জিরোপয়েন্ট এলাকার একটি রেস্টুরেন্টে খান ফাউন্ডেশনের বাস্তবায়নে, সমতা নারী কল্যাণ সংস্থা ও পরিবর্তনের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক অবস্থান সুদৃঢ় করতে হলে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে পরস্পর সহযোগিতা ও সমন্বিতভাবে কাজ করতে হবে। সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে নারীর নেতৃত্ব বিকাশ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলেও মত দেন তারা। বক্তারা আরও বলেন, সমাজের প্রতিটি পর্যায়ে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করতে হলে পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা সৃষ্টি ও সহায়ক পরিবেশ গড়ে তোলা জরুরি। নারী উদ্যোক্তা, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ বাড়লে তাদের সক্ষমতা ও নেতৃত্বের ক্ষেত্র আরও...
Developed by BDITHOST