
অনলাইন ডেস্ক : নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে বড় চমক দিয়েছেন ডেমোক্রেটিক দলের জোহরান মামদানি (৩৩)। বুধবার রাতে প্রাথমিক ভোটে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে হারিয়ে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন এই স্বঘোষিত সমাজতান্ত্রিক। নিউইয়র্ক এএফপি এই খবর জানায়। এখনো ভোটের চূড়ান্ত ফল ঘোষণা হয়নি, তবে মামদানি বিশাল ব্যবধানে এগিয়ে থাকায় কুয়োমো রাতেই হার মেনে নেন। নির্বাচিত হলে মামদানি হবেন নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র। মামদানির জয়কে ডেমোক্রেটিক দলের মধ্যপন্থি নেতাদের জন্য এক বড় বার্তা হিসেবে দেখা হচ্ছে—যারা প্রভাবশালী কুয়োমোকে সমর্থন করেছিলেন। কারণ, সারা দেশে ট্রাম্পের কট্টর ডানপন্থার মোকাবিলায় কোন পথ ধরে এগোবে, তা ঠিক করতে গিয়েই এখন দিশেহারা দলটি। উগান্ডায় জন্ম নেওয়া এই স্টেট অ্যাসেম্বলিম্যান শুরুতে কুয়োমোর চেয়ে পিছিয়ে ছিলেন জনমত জরিপে। তবে, শেষ দিকে নিউইয়র্কের মতো ব্যয়বহুল শহরে ভাড়া কমানো ও বিনামূল্যে...
Developed by BDITHOST