
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে আম বাগান থেকে মাসুদা পারভীন ইভা (১৭) নামে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে নগরীর মৌলভী বুধপাড়ার একটি আম বাগান থেকে মাসুদার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায় পুলিশ। নিহত ইভা নগরীর মেহেরচন্ডী পূর্বপাড়ার ইকবাল হোসেনের মেয়ে। এছাড়া তিনি রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার কানপাড়া এলাকার দুর্জয়ের স্ত্রী। ইভা তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। তবে ওই গৃহবধূর স্বামী মো. দুর্জয়ের কোনো খোঁজ পাচ্ছে না পুলিশ। দুর্জয় স্ত্রী ইভাকে নিয়ে তিনি রাজশাহী নগরীর দায়রাপাক এলাকায় ভাড়া থাকতেন। মতিহার থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক জানান, ইভার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যা করা হয়েছে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা লাশটি দেখতে পান। পরে পুলিশে খবর দিলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত...
Developed by BDITHOST