
অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও কানাডার সঙ্গে ২০২৬ বিশ্বকাপের অন্যতম আয়োজক মেক্সিকো। দেশটির আজতেকা স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই প্রতিযোগিতার পর্দা উঠবে। বিশ্বের প্রথম ভেন্যু হিসেবে তিনটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজন করতে যাচ্ছে এই ভেন্যু। এর আগে ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও আজতেকায় হয়েছিল। আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে সম্প্রতি কথা বলেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম। মেক্সিকোর রাষ্ট্রপ্রধানের তথ্যমতে– মেস্কিকো সিটি বিমানবন্দর সংস্কারে ফেডারেল সরকার ৯ বিলিয়ন পেসোস (৪৮৯ মিলিয়ন ডলার) বিনিয়োগ করেছে। ক্লদিয়া শেইনবাউম বলেন, ‘এবার কেবল সেরা সকার টুর্নামেন্ট আয়োজন–ই নয়, বিশ্বের দরবারে আমরা নিজেদের সামর্থ্যের প্রমাণ দেবো। মেক্সিকো সাংস্কৃতিক দিক থেকে কতটা সমৃদ্ধ এবং ঐতিহাসিক মুহূর্তের অভিজ্ঞতা দিতে পারে তার প্রদর্শনীও হবে।’ মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে হবে ২০২৬ বিশ্বকাপের জমকালো উদ্বোধনী। তবে সেখানে নিজে উপস্থিত না থেকে...
Developed by BDITHOST