
বিনোদন ডেস্ক : বলিউড তারকা জুটি অজয় দেবগন ও কাজলের মেয়ে নাইসা দেবগন। শোবিজে পা না রাখলেও তার বিভিন্ন কর্মকাণ্ডে প্রায়ই সংবাদের শিরোনামে ওঠে আসেন এই তারকা কন্যা। বাবা অজয় এবং মা কাজল মেয়ের অবাধ স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করেন না। বরং মেয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন সব সময়। সম্প্রতি মেয়ে নাইসাকে নিয়ে চমকপ্রদ এক তথ্য ফাঁস করলেন কাজল। জানালেন, নিজের ওপর নিজেই বিরক্ত নাইসা। নিজের সিরিজের প্রমোশনে এসে কথা প্রসঙ্গে জানালেন এমন কথা। কাজল বলেন, ‘আমার মেয়ে তো সাফ জানিয়ে দিয়েছে যে ওর মতো মেয়ে সন্তান হিসেবে ও চায় না।’ কিন্তু কেন? নিজের কাণ্ডে নিজেই লজ্জিত নাইসা। এমন মেয়ে সামলাতে পারবেন না তিনি? অভিনেত্রী বলেন, ‘আমি আমার মেয়েকে বললাম, আমি চাই তোমার সন্তান তোমার মতোই হোক সেদিন বুঝবে। ও...
Developed by BDITHOST