
নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে সাজ্জাতুল সম্রাট (২৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার বেলা পৌনে ২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রয়না পেট্রলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সম্রাট পাবনা জেলার আটঘরিয়া থানার দাপুনিয়া গ্রামের বাসিন্দা। আহত মেহেদী হাসান হৃদয় (২৫) কুমিল্লার নাঙ্গলকোট থানার কদমতলী গ্রামের মফিজুর রহমান ছেলে। মেহেদী হাসান হৃদয় বলেন, ‘সাজ্জাতুল সম্রাট আমার বন্ধু। ঢাকার মিরপুর ১ এ আমরা ব্যবসা করি। দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারের (ঢাকা মেট্রো-গ ২১-২০১১) মালিক সম্রাট। সকালে আমি নিজে প্রাইভেট কার চালিয়ে সম্রাটের গ্রামের বাড়িতে যাচ্ছিলাম। বেলা ১টার দিকে একটি হোটেলে খাওয়া-দাওয়া করে সম্রাট গাড়ি চালাচ্ছিল।’ ‘রয়না পেট্রলপাম্প এলাকায় পৌঁছালে একটি ছাগল প্রাইভেট কারের সামনে চলে আসে। ছাগলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ...
Developed by BDITHOST