নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৩:০৩। ৩০ জুলাই, ২০২৫।

নিয়ামতপুরে উপজেলা মাসিক ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

জুলাই ২৯, ২০২৫ ৪:০২
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফয়সাল নাহিদ পবিত্র।

আরও পড়ুনঃ  বিএমডিএ প্রধান কার্যালয়ের সামনে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

এছাড়াও সকল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বৃন্দ, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) মোসলেম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম শেখ, প্রকল্প কর্মকর্তা এনামুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, গণমাধ্যামকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  রাবিতে ‘জুলাই-২৪ কর্নার’ উদ্বোধন

সভায় উপজেলার সমস্যা ও উন্নয়ন, সন্ত্রাস ও নাশকতা, মাদক, মানব পাচার ও শিক্ষা প্রতিষ্ঠানের সংযোগ সকল কাঁচা রাস্তা পাকা করনসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।