নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। রাত ১১:৪৫। ৫ জুলাই, ২০২৫।

নিয়ামতপুরে উল্টো রথে শেষ হলো রথযাত্রা উৎসব

জুলাই ৫, ২০২৫ ৭:১৬
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা। শনিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার ভাবিচা সার্বজনীন কালী মন্দির প্রাঙ্গণ থেকে বের হয় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে তা গ্রামের আনন্দবাজারে গিয়ে শেষ হয়। এর মধ্য দিয়েই সমাপ্তি ঘটে ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসবের। গত ২৭ জুন বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয়েছিল রথযাত্রার মূল অনুষ্ঠান।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামে নিজেরা চাঁদা তুলে কাঁচা রাস্তা সংস্কারে ব্যস্ত গ্রামবাসী

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, ভাবিচা গ্রামে উল্টো রথযাত্রা উৎসবে বিভিন্ন গ্রাম থেকে অনেক ভক্ত অংশগ্রহণ করে। রথযাত্রার এ শেষ পর্বকে ঘিরে উৎসবের মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। রথ টানার জন্য সড়কের দুপাশে জড়ো হন ভক্তরা। যাত্রাপথে ভক্তরা চলন্ত রথের দড়ি ধরে টেনে নিয়ে যান। এ সময় রথ থেকে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রথম রাকাব

ভাবিচা রথযাত্রা উৎসব কমিটির সভাপতি বীরেন্দ্রনাথ প্রামানিক বলেন, প্রতিবছরের ন্যায় এবারও অনেক ভক্তের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশে রথযাত্রা উৎসব শেষ হলো। এজন্য সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই।
উল্লেখ্য, রথযাত্রার পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি বৃন্দাবন থেকে নিজ দ্বারকায় মন্দিরে ফিরে আসেন। এ যাত্রাকেই বলা হয় উল্টো রথযাত্রা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, উল্টো রথযাত্রায় অংশ নিলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মনের বাসনা পূরণ হয়। প্রথা রয়েছে, মাসির বাড়ি থেকে পোড়া পিঠে খেয়ে আবার রথে চড়ে বাড়ির পথে রওনা দেন জগন্নাথদেব। এই যাত্রাকে বলা হয় উল্টোরথ।

আরও পড়ুনঃ  বাগমারায় সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শনে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।