নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা শনিবার। সন্ধ্যা ৭:৫২। ১০ মে, ২০২৫।

নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণ মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মে ১০, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণের মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ মে) রাতে উপজেলা সদর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নেতার নাম আরিফ হাসান ইমন উপজেলা সদরের হায়দার আলীর ছেলে এবং নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলা সদরে পুলিশ অভিযান পরিচালনা করে আরিফ হাসানকে আটক করে। পরে তাঁকে ককটেল বিস্ফোরণের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, গত ৮ এপ্রিল উপজেলার চৌরাসমাসপুর গ্রামের একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ককটেল বিস্ফোরণের ঘটনায় হওয়া মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।