নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: “হামরা নিজেরা নিজেরঘে ক্ষতি করহ্যা পানি গালাকে নষ্ট করছি। যেগল্যা পুকুর পহড়্যা আছে সেগলা খনন করহ্যা পানি সংরক্ষণ করতে হবে। -তাই নাকি বে। - হা নানা, সেটাই তো কহছি। দিনদিন পানির স্তর নিচে বস্যা য্যাছে। এটা একদিন পৃথিবীর হুমকি হয়্যা পড়বে।' এভাবে নানা-নাতির কথোপকথনে বরেন্দ্র অঞ্চলের পানি সংরক্ষণের কথা উঠে আসলো। গম্ভীরা গানের মাধ্যমে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে তাঁরা উপস্থিত স্থানীয় জনগণকে সচেতন করছিলেন। ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-র গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে নওগাঁর নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার (২২ অক্টোবর) বিকেলে এই গম্ভীরা অনুষ্ঠিত হয়। এতে সুইজারল্যান্ড সরকার অর্থায়ন করেছে আর ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ সহযোগিতা করেছে। আয়োজকেরা জানান, এলাকার স্থানীয় লোকজনের মধ্যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, সমন্বিত পানি সম্পদ...
Developed by BDITHOST