নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১লা নভেম্বর) সকালে “সাম্য ও সমতায়,দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্য বিষয়ে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম।
এ সময় উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সফিউল আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান আব্দুর রহমান বাবু, ক্ষুদ্র ও কৃষক ঋণ প্রকল্পের ইমরান হোসেন প্রমুখ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

