নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ৪:২৮। ১৭ জুলাই, ২০২৫।

নিয়ামতপুরে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

জুলাই ১৬, ২০২৫ ১১:০৯
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় নিয়ামতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখ, অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, নিয়ামতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের এই অনুষ্ঠানটা সাফল্যমন্ডিত হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানকে কেন্দ্র করে যে সকল ছবিগুলো দেওয়ালে আঁকানো হয়েছে সবগুলো অনেক সুন্দর হয়েছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় বেনজীরের সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব ফ্রিজ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।