নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। রাত ১:১১। ২০ জুলাই, ২০২৫।

শিরোনাম

হাসপাতালে জামায়াতের আমির, দেখতে গেলেন মির্জা ফখরুল

খাদ্য অধিদপ্তরের ডিলার সমিতির নির্বাচনে সুমন সভাপতি অন্তর সাধারন সম্পাদক

ফ্যাসিস্টরা আবার ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত করছে : মির্জা ফখরুল

এমআইএসটিতে আইসিএমইএএস বিষয়ক ৩য় আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত

‘পার্বত্য চট্টগ্রামের জনগণের শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো পরিবীক্ষণ কমিটির এ সভা’-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

‘গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশটাকে পেলাম সেটাকে নতুন করে গড়তে চাই’-উপদেষ্টা শারমীন এস মুরশিদ

‘আমাদের নতুন সংবিধান লাগবে, গণপরিষদ নির্বাচন লাগবে’-জামায়াতের সমাবেশে সারজিস

নিয়ামতপুরে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ

জুলাই ১৯, ২০২৫ ৮:৩৪
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: জুলাই গণ-অভ্যুথানের শহীদদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে নওগাঁর নিয়ামতপুরে একজন শহীদের নামে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ করা হয়।

শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে উপজেলা জামে মসজিদের উত্তর প্রান্তে বৃক্ষরোপন করে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন।
গত বছরের ২০ জুলাই দুপুরে গাজীপুর পুলিশগাছা থানার কলমেশ্বর বোর্ডবাজার বেলমন্ট টেইলার্সের সামনে রাস্তায় শহীদ হন নিয়ামতপুর উপজেলার পানিশাইল গ্রামের রায়হান আলী (১৮)।তাঁর স্মরণে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করা হয়।

আরও পড়ুনঃ  বাঘায় একই রাতে পাঁচটি দোকানে চুরির, ক্ষতি প্রায় সাড়ে ৩ লাখ টাকা

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা দেবাশীষ দে, সুশীল সমাজের গন্যমান্য ব্যাক্তি, ছাত্র-ছাত্রী, গণমাধ্যমকর্মী প্রমুখ

ইউএনও মোছা. মুর্শিদা খাতুন বলেন, জুলাই অভ্যুত্থানে নিয়ামতপুরে একজন শহীদ হয়েছে। সারাদেশের ন্যায় শহীদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে দেশীয়, ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হচ্ছে। প্রতিটি গাছের সঙ্গে আছে জুলাই শহীদদের স্মৃতিফলক। সেখানে শহীদদের পরিচয় দেওয়া রয়েছে। পাশাপাশি ফলকের সঙ্গে একটি কিউআর কোড রয়েছে। এটি স্ক্যান করলে নির্দিষ্ট শহীদের জুলাই অভ্যুত্থানে ভূমিকা উঠে আসবে।

আরও পড়ুনঃ  এনসিপির গাড়িবহরে হামলা, রণক্ষেত্র গোপালগঞ্জ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।