নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। সকাল ১১:২১। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

নিয়ামতপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণ

সেপ্টেম্বর ২৮, ২০২৫ ৮:১৫
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে শারদীয় দুর্গা পূজা পালন উপলক্ষ্যে “এসো পাশে দাঁড়ায়” সামাজিক সংগঠনের উদ্যোগে সুবিধা বঞ্চিত ৩৫ জন নারী, পুরুষ ও শিশুদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দিরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু ছাত্র পরিষদের সভাপতি অরুপ কুমার দাস, সাধারণ সম্পাদক হৃদয় দাস, দপ্তর সম্পাদক সুজিত দাস, সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র, উপদেষ্টা মন্ডলীর সদস্য ভীম চন্দ্র, মানিক রামদাস, ভূপেন বর্মন, সঞ্জয় দাস প্রমূখ।

আরও পড়ুনঃ  পানিতে ডুবে দাদি ও এক নাতির মৃত্যু, অপর নাতি নিখোঁজ

আলোচনা সভায় বক্তারা বলেন, উৎসবের আনন্দ সকলের সাথে মিলে করতে হয়। সমাজে এমন উদ্যোগ নিতে পারলে সকলে মিলে আনন্দ-উৎসব করা সম্ভব। ভবিষ্যতেও এমন উদ্যোগ নেওয়া হবে বলে জানান হিন্দু ছাত্র পরিষদের সদস্যরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।