
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার ভাবিচা ইউনিয়নের মালঞ্চি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা (এনজিও) ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর গোফরইমপ্যাক্ট কর্মসূচির আয়োজনে, সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশ এতে সহযোগিতা দিচ্ছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাবিচা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মামুনুর রশিদ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় চন্দ্র মন্ডল। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীসহ ইএসডিও’র কর্মী বৃন্দ ও সাংবাদিক প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, পানি সম্পদ রক্ষা ও কঠিন বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও টেকসই পরিবেশ গড়ে তোলা সম্ভব। এজন্য স্কুল–কলেজ শিক্ষার্থীসহ...
Developed by BDITHOST