নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। রাত ২:৩৯। ৪ নভেম্বর, ২০২৫।

নিয়ামতপুরে বন্যার পানিতে নেমে কৃষকের মৃত্যু

নভেম্বর ৩, ২০২৫ ৭:২৭
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বন্যার পানিতে নেমে ধানের পরিচর্যা করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে একজন কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে । গতকাল রোববার (২ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের ভাবিচা বিলে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই কৃষকের নাম আব্দুল মান্নান (৫৫)। বাড়ি উপজেলার ভাবিচা(ঝলঝলিয়াপাড়া) গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতের বৃষ্টিতে ভাবিচা বিলের সব জমির ধান ডুবে যায়। গতকাল পানি কিছুটা কমে। বিকাল সাড়ে পাঁচটার দিকে কৃষক আব্দুল মান্নান জমির ধানের অবস্থা খারাপ দেখে দিশা না পেয়ে বন্যার পানিতে নামেন। তার কিছুক্ষণ পর তিনি পানিতে ডুবে যান। আশেপাশের লোকজন তাঁকে দেখতে না পেয়ে পানিতে নেমে মৃত অবস্থায় উদ্ধার করেন। লোকজনের ধরণা, তিনি পানিতে নেমে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

ভাবিচা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের ইউপি সদস্য মোছা. আঞ্জুয়ারা আব্দুল মান্নান (৫৫) এর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।