নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ সোমবার। দুপুর ১:০৫। ২৯ সেপ্টেম্বর, ২০২৫।

নিয়ামতপুরে বিদ্যুৎস্পষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৫:১৯
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারুফ (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর)  সন্ধ্যা সাতটার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরাইল ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারুফ ওই গ্রামের দুরুল ইসলামের ছেলে ও পোরশা ছাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলো। নিহতের মৃত্যু সংবাদটি নিশ্চত করেছেন সংশ্লিষ্ট রসুলপুর ইউনিয়নের ইউপি সদস্য মো. আলাউদ্দিন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন মারুফ মাগরিবের নামাজ শেষ করে নিজ বাড়ির  রান্নাঘরের বৈদ্যুতিক লাইন মেরামতের কাজ করছিলো। অসাবধানতা বশত হঠাৎ  বিদ্যুৎ স্পৃষ্ট হয় সে।বিষয়টি বুঝতে পেরে দ্রুত বাড়ির মেইন সুইচ বন্ধ করেন তার মা। সঙ্গে সঙ্গে  তাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য মেডিকেলে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।