
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে সরিষা, গম, চিনাবাদাম সূর্যমুখী, শীতকালীন পিঁয়াজ, মসুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সফিউল আলমসহ সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, উপকারভোগী প্রমুখ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,...
Developed by BDITHOST