নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বুধবার। রাত ৪:৩৬। ২৯ অক্টোবর, ২০২৫।

নিয়ামতপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

অক্টোবর ২৮, ২০২৫ ৬:৫৭
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুব দলের গৌরব, ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৮অক্টোবর) বিকালে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব মো. রুহুল আমিন মুক্তার। সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা যুব দলের আহবায়ক মো. মঞ্জুর রহমান।

সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল্লাহ সোনার।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, কাউছারুল ইসলাম রতন, নুহু আলম, মোকলেছার রহমান, মামুন কবির মতিন, শাহ নেওয়াজ চৌধুরী সবুজ প্রমখ।

এছাড়া র‍্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সর্বস্তরের
স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।