নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ শনিবার। রাত ১০:৩৫। ১৭ জানুয়ারি, ২০২৬।

নিয়ামতপুরে সোনালী ব্যাংকের উদ্যোগে কম্বল বিতরণ

জানুয়ারি ১৭, ২০২৬ ৮:২০
Link Copied!

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে সোনালী ব্যাংক পিএলসি নিয়ামতপুর শাখার উদ্যোগে গরীব ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেল তিনটায় পাড়ইল ইউনিয়নের বেলগাপুর মন্দির সংলগ্ন এলাকায় গরিব, দুঃখী ও খেটে খাওয়া শীতার্ত মানুষের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  দুর্গম চরে র‌্যাবের অভিযান, তিন কোটি টাকার হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি রাজশাহী অঞ্চলের জেনারেল ম্যানেজার ইনচার্জ মো. শওকত জামান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি নিয়ামতপুর উপজেলা শাখার ম্যানেজার মো. মাহবুব আলম তুহিন, জুনিয়র অফিসার মো: শাহিদুজ্জামান গোলাপ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু প্রমুখ।

আরও পড়ুনঃ  বাংলাদেশের খেলতে না যাওয়ার সিদ্ধান্তে ভারতে মিশ্র প্রতিক্রিয়া

স্থানীয়রা জানান, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এ মানবিক উদ্যোগের জন্য সোনালী ব্যাংক পিএলসি নিয়ামতপুর শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  শিক্ষা সপ্তাহ সুকুমার বৃত্তি প্রকাশের একটি প্লাটফর্ম : অতিরিক্ত বিভাগীয় কমিশনার

তাঁরা আরও বলেন, তীব্র শীতের মধ্যে এ ধরনের সহযোগিতা দরিদ্র মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সোনালী ব্যাংক পিএলসি নিয়ামতপুর শাখার পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।