নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর কবীরের পিআরএল (অবসরোত্তর ছুটি) জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় শোক দিবস হওয়ায় বিদায় জনিত কোনো আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়নি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের অফিসকক্ষে অনুষ্ঠানিকভাবে এ বিদায় সংবর্ধানার আয়োজন করা হয়।
বিদায় অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মান, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। এসময় উপস্থিত শিক্ষক-কর্মচারীদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সব শিক্ষক- কর্মচারীরা প্রিয় শিক্ষককে জড়িয়ে ধরে অঝোরে কাঁদতে থাকেন।
প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীর বিদায়ী বক্তব্যে বলেন, ” ৩০ বছর আগে যখন এখানে এসেছিলাম, তখন আমি ছিলাম এক যুবক। আজ যখন ফিরে যাচ্ছি, তখন জীবনের অনেকটা সময় পেছনে ফেলে এসেছি। এই দীর্ঘ পথচলায় ছাত্র-ছাত্রীরাই ছিল আমার অক্সিজেন। আমি সশরীরে বিদায় নিচ্ছি ঠিকই, কিন্তু আমার আদর্শ ও ভালোবাসা এই চত্বরেই রয়ে যাবে।”
সহকর্মীরা তাঁদের বক্তব্যে বলেন, ” জাহাঙ্গীর কবীর স্যার কেবল একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন একজন বটবৃক্ষ সমতুল্য এবং এই প্রতিষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ। ৩০ বছর ধরে তাঁর সময়নিষ্ঠা ও আদর্শ আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
