নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা রবিবার। ভোর ৫:১৭। ১৩ জুলাই, ২০২৫।

নিরাপত্তাহীন মিটফোর্ড: প্রতিবাদে একদিনের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

জুলাই ১২, ২০২৫ ১১:৪০
Link Copied!

অনলাইন ডেস্ক : পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের নিরাপত্তাহীন পরিবেশের প্রতিবাদে ১ দিনের কর্মবিরতি ঘোষণা করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

আগামীকাল রোববার সকাল ৮টা থেকে একদিনের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। এ সিদ্ধান্তের মাধ্যমে তারা কলেজ শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন।

শুক্রবার (১২ জুলাই) রাতে ইন্টার্ন ডক্টরস সোসাইটি (আইডিএস), মিটফোর্ড হাসপাতাল শাখার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সাধারণ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, “আমরা, মিটফোর্ড হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকবৃন্দ, ক্যাম্পাস ও হাসপাতালে চলমান নিরাপত্তাহীন পরিবেশের প্রতিবাদে আগামীকাল সকাল ৮:০০ টা থেকে ০১ (এক) দিনের কর্মবিরতিতে যাচ্ছি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করছি।”

আরও পড়ুনঃ  চরবাগডাঙ্গা ইউনিয়নে পুলিশ পাহারায় ঈদ উপহারের চাল বিতরণ

এছাড়া পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে।

চিকিৎসা সেবায় বিরতির এই সিদ্ধান্তের ফলে হাসপাতালের বহির্বিভাগ ও ওয়ার্ড সেবায় স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে জরুরি বিভাগ চালু থাকবে কি না, সে বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুনঃ  হারানো মোবাইল ফিরে পেলেন প্রকৃত মালিকরা

বুধবার বিকালে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে প্রকাশ্যে কংক্রিট বোল্ডার দিয়ে শরীর ও মাথা থেঁতলে হত্যা করা হয় ভাঙারি ও পুরনো তারের ব্যবসায়ী মো. সোহাগ ওরফে লাল চাঁদকে। এরপর এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

আরও পড়ুনঃ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী এডিটরস ফোরামের মতবিনিময়

এই ঘটনায় পুলিশ ও র‍্যাব চারজনকে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠিয়েছে আদালত।

এ ঘটনার সঙ্গে জড়িত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের পাঁচজনকে বহিষ্কারের কথা জানিয়েছে বিএনপি।-ঢাকা পোস্ট

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।