স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতে জনপ্রতিনিধিদের নিয়ে 'নিরাপদ খাদ্য বিষয়ক' জনসচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী জেলা কার্যালয়ের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১১ টায় পবা উপজেলার সভাকক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়। পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমার সভাপতিত্বে সচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন। মুল প্রবন্ধ উপস্থাপন করে বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব আব্দুন নাসের খান। নিরাপদ খাদ্য নিয়ে সচেতনতামূলক নানা দিক তুলে ধরে তিনি বলেন, খাদ্যের সাথে সংশ্লিষ্ট তৃনমূল পর্যায়ের মালিক ও শ্রমিকদের প্রশিক্ষণ সম্পূর্ণ করেছি যা এখনও চলমান রয়েছে। এবার আমরা জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ সচেতনতামূল আলোচনা করছি। নিরাপদ খাদ্য নিশ্চিতে পর্যায়ক্রমে তৃনমূল পর্যায়ে কর্মসূচি পালন করা হবে। প্রধান অতিথি এমপি আয়েন বলেন, খাদ্য নিরাপত্তা...
Developed by BDITHOST