
বিনোদন ডেস্ক : বলিউডের বিতর্কিত নায়িকা শার্লিন চোপড়া। দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত থাকলেও নানা বিতর্কিত কর্মকাণ্ডে নাম জড়িয়ে খবরের শিরোনামে এসেছেন বারংবার। এবার বলিউড অভিনেতা রণবীর সিংকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন অভিনেত্রী। বছর খানেক আগে বিবস্ত্র ফটোশুট করে সংবাদের শিরোনাম হয়েছিলেন রণবীর সিং। এজন্য সেসময় তাকে কম ঝামেলাও পোহাতে হয়নি। এবার শার্লিন জানালেন, রণবীরের সঙ্গে নগ্ন ফটোশুট করতে চান তিনি। এজন্য বেছে নেবেন নির্জন কোনো দ্বীপ। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘রণবীরের সঙ্গে কোনো নির্জন দ্বীপে গিয়ে নগ্ন ফটোশুট করতে চাই। আমি ম্যাগাজিনের কভারশুটে নগ্ন হয়ে যেটা কয়েক বছর আগে করে দেখিয়েছি, সেটা রণবীর সিং সম্প্রতি করেছেন। ওর বেলায় সকলে প্রশংসা করেছেন কিন্তু আমাকে বহু কটাক্ষ শুনতে হয়েছিল।’ শার্লিনের এই বিস্ফোরক সাক্ষাৎকার ভাইরাল হতেই রণবীর-ভক্তদের প্রশ্ন, দীপিকা পাড়ুকোন...
Developed by BDITHOST